আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জে একই পরিবারের চারজন বিস্ফোরণে দগ্ধ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এক নম্বর ইউনিয়নে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রোজিনা (৩৭), ছেলে রোহান (৯) ও রোমান(১৭)।বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে একই পরিবারের দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে আনোয়ার হোসেনের শরীরের ২৪ শতাংশ, রোজিনার শরীরের ১৪ শতাংশ ও রোহানের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। আরেকজনকে (রোমান) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধার করে নিয়ে আসা বাসার মালিক কাওছার আহমেদ বলেন, দগ্ধ আনোয়ার হোসেন আমাকে জানিয়েছেন ভোরে একটি সিগারেট ধরাতেই মুহূর্তেই শরীরে আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক তিনজনকে ভর্তি দিয়েছে, একজনকে ছেড়ে দিয়েছে। তবে এটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ নাকি অন্যকিছু সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category