নিরাপদ খাদ্য আইন নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
বুধবার (১১ মে) নগর ভবনের মেয়র কার্যালয়ে ‘পজিটিভ বাংলাদেশ : নিরাপদ খাদ্য আইন ও প্রাসঙ্গিক কিছু কথা’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং ফুড অ্যান্ড স্যানিটেশন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কামরুল হাসান বইটির রচয়িতা।
কামরুল হাসান জানান, বইয়ে ২০টি অধ্যায়ে নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অবতারণা করা হয়েছে। এছাড়াও বইয়ের পরিশিষ্টে নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের আইন, বিধিমালা, প্রবিধানমালার সন্নিবেশ করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মুনান হাওলাদার, সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকন প্রমুখ।
Leave a Reply