আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। কিভাবে ক্রয় করা যায় তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পর্যায়ে সাইবার নিরাপত্তার বিষয়ে ওয়ার্কশপের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে পর্যালোচনা করছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

সম্প্রতি ভারতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে দেশেও কমবে কিনা এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, আপাতত দাম সমন্বয়ের সম্ভাবনা নেই।

অন্যদিকে গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে সম্প্রতি গণশুনানি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বাড়ানো-কমানোর সিদ্ধান্ত জানাবে কমিশন। তবে গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয় হলেও তা সহনীয় পর্যায়ে রাখতে সরকার সচেষ্ট বলেও জানান প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category