আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের মসজিদে ৪ লাখ টাকার আম নিয়ে তোলপাড়

বিশ্বে আমের দামের দিক দিয়ে শীর্ষে থাকা ‘মিয়াজাকি’ বা ‘রেড ম্যাঙ্গো’ অথবা ‘এগ অব দ্যা সান’ চাষ হচ্ছে প্রতিবেশী ভারতেও। ‘সূর্যডিম আম’ নামে পরিচিতি পাওয়া এ জাতের আম বাণিজ্যিকভাবে চাষ করছেন অনেকেই। কেজি প্রতি এ আমের দাম প্রায় চার লক্ষ টাকা।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের দুবরাজপুরের মসজিদে ফলন হয়েছে এ আমের। গত কয়েকদিন ধরে এই বিশেষ জাতের আম দেখতে মসজিদটিতে ভিড় করছেন মানুষজন।

নিউজ১৮-এর খবরে বলা হয়, দুবরাজপুরের ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদে সেই আমের ফলন হয়েছে। মিয়াজাকি আমের দাম কেজি প্রতি প্রায় তিন লক্ষ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৩ লাখ ৯২ হাজার টাকা।

মসজিদ কমিটির সদস্যরা জানান, বছর দুই আগে স্থানীয় এক যুবক সৈয়দ নিজামুদ্দিন ওরফে সোনা এই গাছের চারা এনে মসজিদে লাগিয়েছিলেন। কিছুদিন পর তার মৃত্যু হয়। তার লাগানো গাছে এবছর ভালো ফলন হয়েছে। আমগুলোও দেখতে আর পাঁচটি আমের থেকে ভিন্ন। ১০ থেকে ১২ টি আম ধরেছে সাড়ে সাত থেকে ৮ ফুট উচ্চতার গাছটিতে।

আর এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের দামি আম দেখতে মসজিদে ভিড় জমাতে থাকেন মানুষজন। মোবাইলের লেন্স বন্দি করেছেন আমগুলো।

জানা গিয়েছে, জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয়। এই শহরে একটি বিশেষ আমের ফলন হয়। অনেকটা আপেলের মতো দেখতে এই এক একটি আম ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের হয়৷ শহরের নামানুসারে এই আমের নাম ‘মিয়াজাকি’।

মিয়াজাকি জাতের এ আম পৃথিবীর অন্য সব আমের চেয়ে ১৫ গুণ বেশি সুস্বাদু ও মিষ্টি। শুধু স্বাদে নয়, দামেও ওপরের দিকে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category