আজ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

১২০ ক্রু সদস্য হাসপাতালে: রণবীরের সিনেমার শুটিং বন্ধ

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লে শতাধিক ক্রু সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাদাখে তার পরবর্তী ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং চলছে, সেখানে এ ঘটনা ঘটেছে। আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার (১৭ আগস্ট) ‘ধুরন্ধর’ সিনেমার ১২০ জন ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েন। ফুড পয়জনিং থেকে এমনটা হয়েছে বলে জানা যায়। পরে তাদেরকে লেহ জেলার এসএনএম হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের পক্ষ থেকে সিনেমাটির টিমের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি আপডেট দেওয়া হয়েছে। একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন এ ঘটনায় কেউ মারা যাননি। তিনি বলেন, “রোগীর সংখ্যা খুব বেশি হওয়ায় আমাদের চিকিৎসকদের ডাকা হয়। দিন শেষে আমাদের কাছে প্রায় ১২০ জন ভর্তি ছিলেন। পরিস্থিতি ভালোভাবে সামলানো হয়েছে এবং সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

বেশিরভাগ রোগীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, তবে ৫ জনকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। একজন চিকিৎসক বলেন, “কেউ কেউ তীব্র পানিশূন্যতা নিয়ে এসেছিলেন, আবার কারো পেটে ব্যথা, বমি, গ্যাস্ট্রোএন্টেরাইটিস ও মাথাব্যথা ছিল। জেলা প্রশাসনের অনেক সহায়তা পেয়েছি এবং কিছু রোগীকে স্থানান্তর করতে পেরেছি চিকিৎসা, ভিড় নিয়ন্ত্রণের জন্য।”

আক্রান্ত ব্যক্তিরা একটি বলিউড সিনেমার শুটিং ইউনিটের অংশ, তবে সিনেমার নাম প্রকাশ করা হয়নি। এ তথ্য উল্লেখ করে চিকিৎসক বলেন, “ঘটনাটি সিনেমার সেটে ঘটেছে। শোনা যাচ্ছে, তারা সেটে খাবার খেয়েছিলেন, তারপরেই ডায়েরিয়া ও বমি শুরু হয়। খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এখনো আসেনি।”

এদিকে, আক্রান্তদের একজনের পরিবারের সদস্য এএনআই-কে বলেন, “আমার বোন, ভাইয়ের বাচ্চা এবং ভাবি লেহতে ছিলেন। আমরা হাসপাতালে অনেক সাহায্য পেয়েছি, ডাক্তার ও নার্সরা সবসময় পাশে ছিলেন। এখানে ১০০ এর বেশি লোক ছিলেন।”

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও, সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ‘ধুরন্ধর’ সিনেমা পরিচালনা করছেন আদিত্য ধর।

 

 

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category