চলতি বছরে চার হাত এক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের। একসঙ্গে নাটকে কাজ করতে গিয়েই তাদের পরিচয় ও পরবর্তীতে সম্পর্কে জড়ান। গত ৬ এপ্রিল উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
তবে শুরুতে এই বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, “আম্মু আগে বলত যে, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না। আমার তিন ভাই আছে, তাদের কাউকেও দেবে না। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না। পরে আব্বু-আম্মু সবাই রাজি করিয়েছে।”
ভুল ভেঙেছে মুনমুনের। তা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “সব জায়গাতেই ভালো-মন্দ মানুষ থাকে। জামিল ভালো ছেলে। যদিও তার জন্ম সিলেটে, পৈতৃক নিবাস নোয়াখালী। এখন বুঝি, আসলেই ভালো মানুষ সে।”
দোয়া চেয়ে মুনমুন বলেন, “খুব শিগগির আমাদের নতুন একটি কাজ আসছে। ইতোমধ্যে আরটিভিতে দেখানো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
Leave a Reply