আজ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

স্থানীয়দের হামলা চবি শিক্ষার্থীদের ওপর-গ্রেফতার ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় হামালাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন।

ওসি বলেন, শিক্ষার্থীদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় ৮ জনকে গতকাল (২ সেপ্টেম্বর) রাত থেকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জন এজাহারভুক্ত ও ৫ জন তদন্ত প্রাপ্ত আসামি।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৩ জন হলেন— মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫),  হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।

তদন্ত প্রাপ্ত আসামিদের মধ্যে ৫ জন হলেন— মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মে. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

এর আগে, গতকাল (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯৫ জনের নামোল্লেখ ও প্রায় ১০০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে কর্তৃপক্ষ।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category