আজ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত থেকে ২০০ নতুন রেলকোচ কিনছে বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ কেনা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, এসব কোচের মধ্যে চলতি বছরেই ২০টি দেশে পৌঁছাবে এবং ধাপে ধাপে বাকি কোচগুলো রেলের বহরে যুক্ত হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রীসেবা উন্নয়নের পাশাপাশি মালামাল পরিবহনেও রেলকে আরও কার্যকর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো রেলকে লোকসানি খাত থেকে বের করে লাভজনক খাতে রূপান্তর করা।

ফাহিমুল ইসলাম আরও জানান, কেবল যাত্রী পরিবহন নয়, মালবাহী পরিবহনের ক্ষেত্রেও রেলকে নির্ভরযোগ্য করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবে, তেমনি অর্থনীতিও উপকৃত হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম।

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category