মেহেরপুরের গাংনী উপজেলায় ৭৫ বছর বয়সী বিধবা বেনুয়ারা খাতুনের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কাথুলী ইউনিয়নের ডিলার জিয়াউর রহমান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী বেনুয়ারা খাতুন বলেন, ‘‘আমার অনেক বয়স হয়েছে। বেশ কিছু দিন অসুস্থ রয়েছি। এ কারণে আমার এক আত্মীয়কে দিয়ে আগস্ট মাসের বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল ডিলারের কাছে আনতে পাঠিয়েছিলাম কিন্তু চাল দেয়নি। পুনরায় চাল আনতে পাঠানো হলেও দেয়নি।’’
কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমান বলেন, ‘‘বেনুয়ারা খাতুন আগস্ট মাসে চাল নিতে আসেনি, তাই দেওয়া হয়নি।’’ তাহলে গত ২৭ আগস্ট বৃদ্ধা বেনুয়ারা খাতুন চাল পেয়েছেন, মর্মে টিপসহি দেওয়া তালিকা উপজেলা খাদ্য অফিসে জমা দিয়েছেন, সেই তালিকায় টিপসহি দিল কে, জানতে চাইলে একপর্যায়ে ‘ভুল হয়েছে’ বলে স্বীকার করেন এই ডিলার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চলতি সেপ্টেম্বর মাসের চাল আনতে গিয়েছিল কেন দেওয়া হয়নি, জানতে চাইলে ডিলার জিয়াউর রহমান বলেন, ‘‘ভুল হয়েছে। এবার চাল নিতে আসলে দেব।’’
ডিলার জিয়াউর রহমান গাড়াবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ও গাড়াবাড়িয়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘‘কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৩৩৪ জন ভুক্তভোগী রয়েছে। এরমধ্যে বেনুয়ারা খাতুনের নাম তালিকা রয়েছে ১৪০ নম্বরে।’’
তিনি আরো বলেন, ‘‘বেনুয়ারা খাতুনকে চাল দিয়েছেন মর্মে ডিলার জিয়াউর রহমান গত ২৭ আগস্ট বেনুয়ারা খাতুনের টিপসহি দেওয়া তালিকা জমা দিয়েছেন। জাল টিপসহি কিংবা অনিয়মের অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘‘চাল আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ দিলে এবং তার সত্যতা প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
সংগৃহীত সংবাদ
Leave a Reply