আজ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত হানিয়া আসছেন ঢাকায়, কিন্তু কেন?

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আসছেন। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসাফার’, ‘আনা’, ‘দিলরুবা—এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে খ্যাতি পান করেন। তার খ্যাতি কেবল পাকিস্তানেই নয়, ভারতের পাশাপাশি বাংলাদেশেও অসংখ্য ভক্তের মন জয় করেছেন হানিয়া। ফলে তার আগমনের খবরে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা।

হানিয়া আমিরের ঢাকা সফর নিয়ে অন্তর্জালে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে, তার ঢাকা সফর নিয়ে। সব সংশয় দূর করে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে।”

পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্কের আয়োজনেই তার বাংলাদেশ সফর। আয়োজকেরা জানিয়েছেন, সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা এসেছে। এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার বাংলাদেশ সফর। সফরকালে বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন হানিয়া।

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং অসাধারণ ফ্যাশন সেন্সের কারণে খুব দ্রুতই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় তারকাদের একজন হানিয়া।

চলতি বছর ‘সর্দারজি থ্রি’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটেছে হানিয়ার। গত ২৭ জুন মুক্তি পায় পাঞ্জাবি ভাষার এই সিনেমা। এই সিনেমায় নূর চরিত্র অভিনয় করে দুই দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন দিলজিৎ।

 

 

 

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category