আজ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩৯ ম্যাচে ৫ বার সেরা, সাকিবের পরেই নাসুম

টুর্নামেন্টে প্রথমবার একাদশে জায়গা পেয়েই বাজিমাত করলেন নাসুম আহমেদ। কিপটে বোলিংয়ে দলকে জিতিয়ে নিজেও পেলেন ম্যাচ সেরার পুরস্কার। একইসঙ্গে গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরা হওয়ার রেকর্ড।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৮ রানের জয়ে বড় অবদান রেখেছেন নাসুম। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রানে তিনি নিয়েছে ২ উইকেট। নতুন বলে ৩ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন নাসুম। পরে শেষ দিকে চাপের সময় বোলিংয়ে ফিরে দিয়েছেন মাত্র ৪ রান। তার স্পেলেই মূলত বাংলাদেশের দিকে ঘুরে গেছে খেলা। এমন বোলিংয়ের পর স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা হয়েছেন নাসুম।

৩৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার পঞ্চম ম্যাচ সেরার পুরস্কার। বাংলাদেশের হয়ে নাসুমের চেয়ে বেশি ম্যাচ সেরার রেকর্ড আছে শুধু মাত্র সাকিব আল হাসানের। দীর্ঘ ক্যারিয়ারে ১২৯ ম্যাচ খেলে ১২ বার ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। আর নাসুমের সমান ৫ বার ম্যান অব দা ম্যাচ হওয়ার রেকর্ড আছে মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাসের। তবে মাহমুদউল্লাহ খেলেছেন ১৪১ ম্যাচ আর লিটন ১১৩ ম্যাচ। তাদের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই ৫ বার হলেন নাসুম।

 

 

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category