আজ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রির অর্থ গাজাবাসীদের দেবে নরওয়ে

ইসরায়েলের সাথে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল ম্যাচের টিকিট বিক্রির অর্থ গাজা অধিবাসীদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন।

গাজাবাসীদের সহায়তা করতে এই অর্থ নোবেল জয়ী এনজিও ‘ডক্টরস উইদাউট বর্ডারস’কে দেবে নরওয়ে ফুটবল ফেডারেশন। ফিলিস্তিনের গাজায় মানবিক সাহায্য দেয় এই স্বাধীন সংস্থাটি, যারা ১৯৯৯ সালে শান্তিতে নোবেল জয় করে।

গত ২৬ বছরের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক আসরের মূলপর্বে খেলার কাছাকাছি রয়েছে নরওয়ে। আগামী ১১ অক্টোবর রাজধানী অসলোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে লড়বে দেশটি।

তার আগে গাজার মারাত্মক মানবিক বিপর্যয় নিয়ে সোচ্চার হলো নরওয়ে ফুটবল ফেডারেশন। ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সব অর্থ গাজাবাসীর সহায়তায় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় ধারাবাহিকভাবে সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি।

 

 

 

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category