আজ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরান বলেছে, মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া শান্তির ধারণার পরোক্ষ অবমাননা। ছবি: সংগৃহীত

মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় তীব্র নিন্দা ইরানের

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভেনেজুয়েলায় ইরানের দূতাবাস। দূতাবাসের বরাত দিয়ে বলা হয়েছে, এটি শান্তির ধারণার পরোক্ষ অবমাননা।

ইরানের দূতাবাস শনিবার এক্সে (টুইটারে) লিখেছে, ‌‘গাজায় গণহত্যাকে সমর্থন করা এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনের আহ্বান জানানোর মতো ব্যক্তিকে শান্তি পুরস্কার দেওয়া পশ্চিমাদের বিভাজনমূলক ও হস্তক্ষেপবাদী মনোভাবের আরেকটি উদাহরণ।

শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক দূতাবাস আরও বলেছে, এই সিদ্ধান্ত শান্তি শর্তের প্রতি এক প্রকারের ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করছে।

গত শুক্রবার নোবেল কমিটি মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের জন্য ‘গণতান্ত্রিক অধিকার প্রচারে’ তার অবদানের জন্য পুরস্কৃত করেছে।

তবে সমালোচকরা মাচাদোর উগ্র ইসরাইল সমর্থনকে প্রশ্নবিদ্ধ করেছেন। মাচাদো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষপাতমূলক প্রশাসনকে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেছেন, নির্বাচিত হলে তিনি ভেনেজুয়েলার দূতাবাস তেল আবিব থেকে দখলকৃত আল-কুদসে স্থানান্তর করবেন-যা ওয়াশিংটনের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করবে এবং ঐতিহ্যগতভাবে ফিলিস্তিন সমর্থন থেকে দেশের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত দেবে।

তার রাজনৈতিক দল, ভেন্তে ভেনেজুয়েলা, নেতানিয়াহুর লিকুড পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যা ভেনেজুয়েলা ও ইসরাইলের সম্পর্ক মজবুত করার অঙ্গীকার প্রকাশ করে।

মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও উন্মুক্তভাবে সমর্থন জানিয়েছেন এবং তাকে ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনের ‘সর্ববৃহৎ সুযোগ’ বলে অভিহিত করেছেন।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category