আজ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

অরিজিৎ সিংয়ের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিয়ে অবশেষে নিজের ভুল স্বীকার করেছেন সালমান খান….

বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। একসময় এ বিষয়টি ছিল ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। প্রায় দশ বছর আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে অবশেষে মুখ খুলেছেন সালমান খান নিজেই।

‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান। রবি মজার ছলে বলেন, আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো।

এতে সালমান প্রথমে হেসে ওঠেন, পরে বিনয়ের সঙ্গে বলেন, অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।

সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন, তাদের এই পুরোনো দ্বন্দের অবসান ঘটছে অবশেষে।

২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক। তখন সঞ্চালক ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ঘুমাচ্ছিলে নাকি? উত্তরে অরিজিৎ বলেন, আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়।

এরপর ২০১৬ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ জানান, আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি, এটা শুধু মাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category