আজ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

বিপিএলে মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে যা বললেন ফারুক…

গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট (EOI) আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। যেখানে দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয়ার কথা জানানো হয়েছিল। আগ্রহী প্রতিষ্ঠানদের মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি।

যদিও সেখানে বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিপিএলে অংশ নেয়ার সুযোগ থাকছে না। সিলেটে আজ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালের সময় ফারুক আহমেদও সেটার ইঙ্গিত দিয়েছেন। বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির সহ-সভাপতি বলেন, এটা মনে হয় এবারও ছাড়ে নাই।

ফারুক মনে করেন, ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার বড় কারণ সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টের সঙ্গে সূচি সংঘর্ষ, বিদেশি ক্রিকেটারের ব্যাপার বলতেই হয়। বিপিএল, বিসিবি চেষ্টা করছে…আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি-টোয়েন্টি যেটা দুবাইয়ে হয় ওইটার সাথে ক্ল্যাশ করলে। কারণ আপনি জানেন তাদের ৯ বিদেশি খেলোয়াড় খেলে। ওইটার সাথে যদি ক্ল্যাশ না করি তাহলে তো বেশি বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।

পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার এনওসি দেবে না পিসিবি। তবে ফারুক জানান, অন্য দেশের খেলোয়াড়রা সেটা পূরণ করবে, পাকিস্তানের যেটা এনওসির সমস্যা। আমি জানি কয়েকটা দলের এরকম হয়েছে। শ্রীলঙ্কা ঠিক কোন সময়ে আমি জানি না। তবে অবশ্যই এটা উদ্বেগের বিষয়। কিন্তু আমার মনে হয় আইএল টি-টোয়েন্টির সঙ্গে যদি ক্ল্যাশ না করে তাহলে হয়ত ওইটা পূরণ হবে। যদিও পাকিস্তানিরা আমাদের এখানে ডমিনেট করে সবসময় কিন্তু হয়তা সেটা অন্য দেশের খেলোয়াড়রা পূরণ করবে।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category