আজ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

সরকারি কলেজের শিক্ষকরা এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন !

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি ও হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় গণমাধ্যমকে এ তথ্য জানান সংগঠনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান।

 

তিনি বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।

ড. মো. মাসুদ রানা খান বলেন, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

 

তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের সরকারি কলেজে শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। মঙ্গলবার থেকে শিক্ষকরা নিজ নিজ কলেজে অবস্থান কর্মসূচি পালন করবেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং শিক্ষকদের মধ্যেও আলোচনা করবেন।

 

তিনি আরো বলেন, এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা প্রশ্নে আমরা কোনোভাবেই আপস করব না।

 

কর্মবিরতির পাশাপাশি শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।

 

এর আগে, আজ সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক শিক্ষার্থীকে শিক্ষকরা কমনরুমে আটকে রাখলে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category