আজ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

দল পেলেন মিরাজ-নাসুম, বিপিএল ড্রাফটের আগেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএলকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবার নতুনভাবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স নামের একটি দল। ইতোমধ্যে দলটি গঠন প্রক্রিয়া শুরু করেছে এবং কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে। দলটির অন্যতম সাইনিং দুই জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।

জানা গেছে, অলরাউন্ডার মিরাজের কাঁধেই সিলেট টাইটান্সের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন একজন দেশি কোচ আর টিম ডিরেক্টরের নামও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রধান কোচের দায়িত্বে থাকবেন একজন বিদেশি কোচ।

প্রসঙ্গত, গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category